স্টাফ রিপোর্টার : ফরিদপুরে সি এন্ড বি ঘাট নৌ বন্দরের অচলাবস্থা দূরকরণে ৩০ মার্চ সকাল ১০টায় এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সি এন্ড বি ঘাট নৌবন্দরের সকল স্তরের ব্যবসায়ী বৃন্দের ও শ্রমিক বৃন্দের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। ধলার মোড় সাদিপুর হাজিগঞ্জ সহ বিভিন্নস্থানে ডুবোচরে পণ্যবাহী নৌযান আটকে ভোগান্তি, ১৫ জানুয়ারি তারিখ হতে নিয়োজিত ড্রেজিংয়ের কাজে ডুবোচর অপসারণে খননে কোন অগ্রগতি না থাকা এবং সি এন্ড বি ঘাট নৌবন্দরের সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সি এন্ড বি ঘাটের ব্যবসায়ী আবুল কালাম আজাদ, জাহাজ মাস্টার সাদেক মোল্লা, মামুন ফকির, ইউপি সদস্য মনোয়ার ফকির, স্থানীয় বাসিন্দা রহিম জোয়াদ্দার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, নদীতে নাব্যতা না থাকার কারণে তাদের জাহাজ চালাতে মারাত্মক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। ফলে পরিবার-পরিজন নিয়ে না খেয়ে থাকার উপক্রম হয়েছে। তারা অভিযোগ করেন ঘাটে দুটি স্থানে ড্রেজিং করা হচ্ছে। কিন্তু মূলত যে স্থানে ড্রেজিং করার কথা সেখানে না করে অন্যত্র ড্রেজিং করার কারণে নদীর নাব্যতা কমে যাচ্ছে। ফলশ্রæতিতে জাহাজ চলাচল করতে পারছে না একইসাথে জাহাজ চলাচল না করার কারণে জাহাজ মালিক ও শ্রমিকরা মারাত্মক অর্থকষ্টে সময় অতিবাহিত করছেন। তারা অভিযোগ করে বলেন এই ঘাট টি ফরিদপুরের অন্যতম বাণিজ্যকেন্দ্র হলেও দীর্ঘদিন ধরে তারা উন্নয়ন থেকে বঞ্চিত হয়ে আছেন।
এ ব্যাপারে ডিগ্রিরচর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মেহেদি হাসান মিন্টু ফকির আক্ষেপ করে বলেন এখানে তেমন কোনো উন্নয়ন হয়নি। সড়কের অবস্থা এতটাই খারাপ বর্ষাকালে চলাচল অত্যন্ত কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। এছাড়া এখানে কোনো পাবলিক টয়লেট না থাকার কারণে সাধারণ জনগণের ভোগান্তি চরমে ওঠে। তিনি এখানে কমপক্ষে তিনটি পাবলিক টয়লেটের ব্যবস্থা করার জন্য দাবি জানান এবং এ ব্যাপারে সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেন। এদিকে জাহাজ মালিক ও শ্রমিকরা জানান ১৫ জানুয়ারি তারিখ হতে নিযুক্ত ড্রেজিংয়ের কাজ এর কোন অগ্রগতি না থাকায় এই সমস্যা কবে নাগাদ মিটবে তাতে তারা অনিশ্চয়তা এর মধ্যে দিয়ে সময় অতিবাহিত করছেন বলে সাংবাদিকদের জানান।
Leave a Reply