স্টাফ রিপোর্টারঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুর লেখক পরিষদ উদ্যোগে ইফতার মাহ্ফিল ও সাহিত্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সত্যই সুন্দর ন্যায়ই কর্ম বিশ্বাসই সততা এই শ্লোগানকে সামনে রেখে ২৭শে রমজান শুক্রবার শহরের ফরিদপুর উচ্চ বিদ্যালয় মার্কেটের একটি অভিজাত রেস্টুরেন্টে এ ইফতার মাহ্ফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহ্ফিল পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজের অধ্যাপক রোকিয়া বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যাপক সাইফ সুমন, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন কলেজের প্রফেসর মোঃ জাহাঙ্গীর হোসেন, সাবেক প্রধান শিক্ষক ইছহাক মন্ডল, কবিরবাগ কলেজের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন মোল্লা (ইলাজউদ্দিন)।
এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক কুমার পত্রিকার সম্পাদক মো: রুবেল সেক, দৈনিক আজকের সারাদেশ পত্রিকার নির্বাহী সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুদ্দীন মোল্লা, ফরিদপুর সাংবাদিক উন্নয়ন সমিতি ও ন্যাশনাল প্রেস সোসাইটি ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এবং লেখক পরিষদের সদস্য সাংবাদিক এম এ রবিউল হাসান (রাজিব), সাংবাদিক এস এম মনিরুজ্জামান, কবি এ কে এম আজিজুর রহমান আলমগীর, কবি সফিক ইসলাম, কবি আঃ সামাদ,
মোঃ হাবিব, আল আরাফ ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ, মোঃ খলিলুর রহমান, মোঃ ইমরান হোসেন, আবু সাইদ খান, বই পরিচয় এর আনছারুল হক টুটুল প্রমুখ। সাহিত্য বিষয়ক আলোচনা সভাটি সঞ্চালনা করেন ফরিদপুর লেখক পরিষদের সভাপতি আব্দুর রাজ্জাক রাজা। আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply