স্টাফ রিপোর্টার : ফরিদপুর জেলা রাইফেলস ক্লাবের অফিস ভবনের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে শহরের ঝিলটুলী মহল্লায় অবস্থিত শহীদ সুফি সড়কের পশ্চিম পাশে জেলা রাইফেলস ক্লাবের অফিস ভবনের পুনঃনির্মাণ কাজ উদ্বোধন করা হয়। জেলা রাইফেলস ক্লাবের সভাপতি ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান তালুকদার এ ভবনের পুন:নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোস, ফরিদপুর পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের মতিউর রহমান। এ ভবন পুন নর্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফরিদপুর রাইফেলস ক্লাবের কোষাধ্যক্ষ শামসুল আলম চৌধুরী। বক্তব্য দেন জেলা রাইফেলস ক্লাবের সাধারণ সম্পাদক আবু সাঈদ। পরে পুনঃনির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন এবং মোনাজাত করা হয়।
Leave a Reply