স্টাফ রিপোার্টার : ফরিদপুর জেলা পুলিশকে তদন্ত কেন্দ্র চালুর জন্য স্থাপনাসহ ৫০ শতাংশ জমি দান করেছেন টেকনো মিডিয়া লিমিটেড এর চেয়ারম্যান ও এফবিসিসিআই এর পরিচালক কেন্দ্রীয় আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সদস্য ড. যশোদা জীবন দেবনাথ সিআইপি। আজ শুক্রবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার আলিমুজ্জামানের হাতে জমির রেজিস্ট্রি দলিল হস্তান্তর করেন তিনি।
জানা গেছে, ফরিদপুরের চাঁদপুর ইউনিয়নটি বোয়ালমারী উপজেলার অন্তর্গত ছিল, বছর দুয়েক আগে ইউনিয়নটিকে সদর উপজেলার অন্তর্গত করা হয়। এই চাঁদপুর ইউনিয়নের একটি গ্রাম ধোপাডাঙ্গা। দানকৃত জমি ও স্থাপনার অবস্থান এই ধোপাডাঙ্গা গ্রামে। স্থানটি কোতয়ালী থানা থেকে বেশ দূরে এবং দুই উপজেলার সীমানা সংলগ্ন এলাকায় হওয়ায় সেখানকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবী ছিল একটি পুলিশ ফাড়ি নির্মানের। নানা জটিলতায় পুলিশের পক্ষ থেকে ফাড়ি দেয়া সম্ভব হয়নি। সেই ফাড়ি নির্মানের লক্ষেই পুলিশকে স্থাপনাসহ জমি দান করলেন ওই গ্রামের সন্তান শিল্পপতি জীবন দেবনাথ।
ড. যশোদা জীবন দেবনাথ বলেন, ওই এলাকায় একটি পুলিশ ফাড়ি নির্মানের জন্য ৪ কোটি টাকা দামের আমার নিজের জমি আজ জেলা পুলিশকে রেজিস্ট্রি করে দিলাম। স্থাপনাও করে দিয়েছি। ফাড়ি অনুমোদন হলে প্রয়োজনীয় আসবাবপত্রও দেয়া হবে। ফরিদপুরের পুলিশ সুপার মো. আলীমুজ্জামান বলেন, এভাবে সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে সমাজের উন্নয়ন ত্বরান্বিত হবে। বর্তমানে ফাড়ি অনুমোদন দেয়া হয় না, তাই ওই জমিতে একটি পুলিশ তদন্ত কেন্দ্র চালু করা হবে, যা কোতয়ালী থানার নিয়ন্ত্রনে থাকবে। তদন্ত কেন্দ্র থেকে সাধারণ মানুষ সকল ধরনের সহযোগিতা পাবেন, শুধু মাত্র মামলা দায়ের করা ছাড়া।
জমিল দলিল হস্তান্তরের সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ইমদাদ হোসেন, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম পিকুলসহ পুলিশ কর্মকর্তা ও বিভিন্ন গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply