মো. মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন : ফরিদপুর জেলা পরিষদ নিবার্চন সাধারন আসন-৯ চরভদ্রাসন উপজেলার সদস্য পদে মাে. ইলিয়াস বেগ বিজয়ী হয়েছেন। আজ সােমবার (১৭ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উক্ত ভোট কেন্দ্রে মােট ৫৫ জন ভােটার তাদের ভােটাধিকার প্রয়োগ করেন। চরভদ্রাসন উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, চরভদ্রাসন উপজেলার সদস্য পদে (টিউবওয়েল) প্রতীকে ৩০ ভােট পেয়ে নির্বাচিত হন মো. ইলিয়াস বেগ।
তার নিটকতম প্রতিদ্বন্দী হিসেবে মাে. আনোয়ার আলী মোল্যা (তালা) প্রতীকে ২৫ ভােট পান। এ উপজেলায় জেলা পরিষদ চেয়ারম্যান পদে মাে. শাহাদৎ হােসেন (চশমা) প্রতীকে ৩০ ভােট পান। তার নিটকতম প্রতিদ্বন্দী হিসেবে আওয়ামী লীগ মনােনীত প্রার্থী মােহাম্মদ ফারুক হােসেন (আনারস) প্রতীকে পান ২০ ভােট। নারী সদস্য পদে মোসাঃ কোহিনুর বেগম (ফুটবল) প্রতীকে ৩১ ভােট পান। তার নিকটতম প্রতিদ্বন্দী হিসেবে মোসাঃ গুলসান আরা আক্তার (মাইক) প্রতীকে পান ১৪ ভােট।
Leave a Reply