স্টাফ রিপোর্টার :
ফরিদপুরে প্রতিবন্ধী ও এতিম শিশুদের মুখে উন্নত খাবার তুলে দিয়ে নিজের জন্মদিনের আনন্দ ভাগাভাগি করলেন বাংলাদেশ ছাত্রলীগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক, ইমরুল হাসান জীম।
জন্মদিন উপলক্ষে শনিবার রাতে তিনি জেলার সদর উপজেলার গেরদা প্রতিবন্ধী ও ইয়াতিম খানার শিশুদের মাঝে উন্নত খাবার পরিবেশন করেন।
তিনি মনে করেন, সামর্থ্যবানেরা যদি নিজ নিজ জায়গা থেকে একটু একটু সহযোগিতার হাত প্রসারিত করেন তবে সমাজের অনেক অসহায় মানুষ কিছুটা হলেও ভালো থাকবে।
চলমান করোনা সংকটে তিনি পাশের অসহায় মানুষটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান বিত্তবানদের প্রতি।
এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের নেতা কর্মীরা তার সাথে ছিলেন। #
Leave a Reply