1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
পুলিশের উপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ১৬ নেতা-কর্মী কারাগারে - আজকের ফরিদপুর
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

পুলিশের উপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ১৬ নেতা-কর্মী কারাগারে

  • Update Time : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬১ জন পঠিত
পুলিশের উপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ১৬ নেতা-কর্মী কারাগারে
পুলিশের উপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ১৬ নেতা-কর্মী কারাগারে

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের মধুখালিতে পুলিশের উপর হামলা সরকারি কাজে বাধা ও ককটেল ফাটানোর অভিয়োগে দায়ের করা মামলায় বিএনপির ১৬ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তবে অতিরিক্ত বয়স বিবেচনা করে ও অসুস্থতার কারনে পাঁচ জনের জামিন মঞ্জুর কারেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আকবর আলী এ আদেশ দেন।

ওই মামলার এজাহারভুক্ত ২১জন আসামি আদালতে হাজির হলে আদালত এ সিদ্ধান্ত দেন। এর আগে গত ৮ আগস্ট ওই ২১জন ব্যাক্তি হাইকোর্ট থেকে অন্তবর্তীকালীন জামিন নেন। হাইকোর্ট ছয় সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন দিয়ে মেয়দ শেষ হওয়ার আগে তাদের জেলা ও দায়রা জজ আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। উচ্চ আদালতের আদেশে মেনে মঙ্গলবার বিএনপির ২১ নেতা-কর্মী ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।

আদালত জামিনের আবেদন নাকচ করে দিয়ে যে ১৬জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন তাঁরা হলেন, মধুখালী পৌর বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ ওরফে সতেজ, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ লিয়াকত আলী, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি কনক হাসান মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বাবুল কুমার রায়, পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ইয়াসিন মোল্লা,

কেন্দ্রীয় যুবদলের সদস্য জয়দেব রায়, পৌর ছাত্রদল যুগ্ম আহŸায়ক জি এস শরৎ, উপজেলা ছাত্রদলের সাবেক আহŸায়ক এস এম মুক্তার হোসেন, পৌর ছাত্রদলের সাবেক সম্পাদক ইকবাল বিশ্বাস, পৌর ছাত্রদল সদস্য সচিব মো. রেদোয়ান আবেদীন, কামালদিয়া ইউপি বিএনপি সভাপতি মো. কামাল উদ্দিন, মেঘচামী ইউপি বিএনপির সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম, রায়পুর ছাত্রদলের সভাপতি টারজান মিয়া এবং বিএনপি কর্মী সয়েল আহমেদ, মাহাবুব তালুকদার ও পীষূষ মিত্র।

আদালত অসুস্থতা ও বয়স বিবেচনায় মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, মিজানুর রহমান, জাহিদুল ইসলাম, আরেফিন সাদ্দাম, ইলিয়াস বিশ্বাস জামিন আবেদন মঞ্জুর করেন। প্রসঙ্গত গত ৩১ জুলাই রাতে মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় বালা বাদী হয়ে সরকারি কাজে বাধা, পুলিশের উপর হামলা ও ককটেল ফাঁটানোর অভিযোগ এনে মামলাটি দায়ের করেন মধুখালী থানায়। এ মামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতিসহ ২৪ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়।

এছাড়া অজ্ঞাতনামা আরো ৬০-৭০ জনতে আসামী করা হয়ে। পুলিশের দায়ের করা ওই এজাহারে বলা হয়, ৩১ জুলাই সোমবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে স্থানীয় বিএনপির সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিক্ষোভ করতে থাকে বিএনপির নেতাকর্মীরা। পুলিশ তাদের মহাসড়ক থেকে সড়ে যেতে বললে তারা মহাসড়ক অবরোধ চালিয়ে যায় এবং এক পর্যায়ে বিএনপির নেতা-কর্মীরা তাদের (পুলিশ) উপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ৬ রাউন্ড শটগানের গুলি ছোড়ে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে এক আসামীকে গ্রেপ্তার করে।

পরে অভিযান চালিয়ে আরও দুইজনকে গ্রেপ্তার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে আসামী পক্ষের আইনজীবী গোলাম রব্বানী ভূইয়া রতন বলেন, এ মামলায় এজাহারভুক্ত ২৪ আসামীর মধ্যে ২১ আসামী হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলেন। বাকি ৩ জনকে এ মামলায় আগেই আটক পরে মামলা দায়ের করে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।  জেলা ও দায়রা জজ আদালতে জামিনে থাকা নেতা-কর্মীরা জামিনের আবেদন করলে অসুস্থ্যতা ও বয়স বিবেচনায় ৫ জনকে জামিন দেন এবং ১৬ জনকে জেলা হাজতে পাঠানোর আদেশ দেন আদালত।

এ মামলাটিকে গায়েবী মামলা হিসেবে আখ্যায়িত করে জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া বলেন, বিএনপির একদফার আন্দোলনকে বাধাগ্রস্ত করতে মধুখালী থানার পুলিশ এ গায়েবি মামলা দায়ের করা হয়েছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। তিনি বলেন, প্রকৃত সত্য হচ্ছে ওই দিন (৩১ জুলাই) ভোরে দিকে মধুখালীর ঢাকা-খুলনা মহা সড়কে বিএনপির সড়ক অবরোধজাতীয় কোন কর্মসূচি পালন করেনি। এ কে কিবরিয়া এ গায়েবি মামলার তীব্র নিন্দা জানান এবং গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তি দাবি করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION