স্টাফ রিপোর্টার : নাশকতার মামলায় ফরিদপুর মহানগর বিএনপির আহŸায়ক এ এফ এম কাইয়ুম ওরফে জঙ্গীকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুর মহরের গোয়ালচামট মহল্লা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফরিদপুর শ্রীঅঙ্গন সেতুর কাছে অগ্নি সংযোগ ও একটি ককটেল উদ্ধারের ঘটনা ঘটে।
এ ঘটনায় গত রবিবার বাদী হয়ে অগ্নি সংযোগ ও বিস্ফোরক আইনে একটি মামলা করেন ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল বাসার বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করে একটি মামলা দায়ের করেন। এ মামলায় এজাহারভুক্ত দুই নম্বর আসামি করা হয় এ এফ এম কাইয়ুমকে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার এসআই বেলাল হোসেন জানান, গত রবিবার ফরিদপুর কোতয়ালী থানায় দায়ের করা পুলিশের মামলার এজাহারভুক্ত দুই নম্বর এ এফ এম কাইয়ুমকে গত মঙ্গলবার সন্ধ্যায় শহরের গোয়ালচামট এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
Leave a Reply