নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের চাঁদহাট বাজার বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনের ভোটার তালিকায় মৃত ও দ্বৈত ভোটারসহ একাধিক ত্রুটি রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৮ জিলাই) বিকালে এ ব্যাপারে নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন প্রার্থী মোসাঃ কাকুলী বেগম।
অভিযোগ থেকে জানা গেছে, নগরকান্দা উপজেলার চাঁদহাট বাজার বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হওয়ার তারিখ ২৩ জুলাই নির্ধারন করে তফসীল ঘোষনা করা হয়। তবে নির্বাচনের চুড়ান্ত ভোটার তালিকায় ব্যাপক ত্রুটি থাকায় এলাকার অভিভাবকদের মধ্যে উত্তেজন ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, ভোটার তালিকায় দ্বৈত ভোটার আছে ২৮ জন, মৃত ব্যক্তি ভোটার হয়েছেন ৩ জন, শতাধিক প্রবাসী ব্যক্তি ভোটার হয়েছেন।
এ ছাড়া, কিছু শিক্ষার্থীর বাবা মা কেউ ভোটার হতে পারেনি। জানা গেছে, বর্তমান ভোটার তালিকা দিয়ে যদি ম্যানেজিং কমিটির নির্বাচনের ভোট গ্রহন করা হয়, তাহলে এলাকায় ব্যাপক সংঘাত ঘটার সম্ভাবনা রয়েছে। আইন শৃংখলা পরিস্থিতির অবনতি হতে পারে। এ অবস্থায় ২৩ জুলাই তারিখের ভোট গ্রহন স্থগিত করে, ভোটার তালিকা সংশোধন করে, পুনরায় নির্বাচনের তফসিল ঘোষনার দাবি অভিভাবক ও এলাকাবাসীর।
চাঁদহাট বাজার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, শ্রেণী শিক্ষকদের দায়িত্ব দিয়ে ভোটার তালিকা তৈরী করেছি। তাদের দায়িত্ব অবহেলার কারনে এসব ত্রুটি হয়েছে। নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলু বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে খোঁজ নিয়ে, প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply