স্টাফ রিপোর্টার : চলতি বছর প্রকাশিত দাখিল পরীক্ষার ফলাফলে ফরিদপুর জেলার মধ্যে সেরা ফল অর্জন করেছে আইডিয়াল মাদ্রাসার শিক্ষার্থীরা। দাখিল পরীক্ষায় ২৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে এ মাদ্রাসার শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। জিপিএ ফাইভ পেয়েছে ৮ জন। এবার দাখিল পরীক্ষায় শতকরা ৯৫ নম্বর পেয়ে ফরিদপুর জেলার মধ্যে সবার সেরা হয়েছে এই মাদ্রাসার ছাত্র সাজিদ আব্দুল্লাহ। এর আগে গণিত অলিম্পিয়াডেও সে প্রথম হয়। এছাড়া গতবারের দাখিল পরীক্ষায়ও শতভাগ পাশের রেকর্ড রয়েছে এই মাদ্রাসার। তাদের এই অভাবনীয় সাফল্যে গর্বিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
জানা গেছে, ২০১০ সালের জানুয়ারীতে আবাসিক ও অনাবাসিক ছাত্রছাত্রী নিয়ে প্রতিষ্ঠিত হয় আইডিয়াল মাদ্রাসা। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সিলেবাস অনুসরণ করে পরিচালিত আইডিয়াল মাদ্রাসায় নবম ও দশম শ্রেণিতে বিজ্ঞান ও মানবিক বিভাগ চালু হয় ২০১৬ সালে। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানটিতে সবমিলিয়ে চারশো শিক্ষার্থী রয়েছে। এদের মধ্যে আবাসিক ১২০ জন। ৩য় পর্যন্ত ছাত্রীদের পাঠদান করা হয়। শিক্ষক রয়েছেন ২৮ জন। শহরের পশ্চিম খাবাসপুরের মাওলানা আব্দুল আলী সড়কের নিরিবিলি পরিবেশে ৬২ শতাংশ জমির উপর মূল ক্যাম্পাস ছাড়াও চুনাঘাটায় রয়েছে প্রশাসনিক আরেকটি ক্যাম্পাস।
সাধারণ শিক্ষা ও ইসলামী শিক্ষার সমন্বয়ে গড়ে ওঠা এই শিক্ষা প্রতিষ্ঠানটি নূরানী ও হিফজের পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত ও আরবি বিষয়ে শিক্ষাদান করা হয়। শিক্ষার্থীদের আরবি ও ইংরেজি ভাষা শিক্ষায় বিশেষ গুরুত্ব দেয়া হয়। আধুনিক উপকরণ ও সরঞ্জামসহ সাইন্স ল্যাব রয়েছে। নিয়মিত কারিকুলামের পাশাপাশি সাহিত্য-সাংস্কৃতিক কার্যক্রম ও সহ পাঠ্যক্রমের উপরেও রয়েছে বিশেষ নজর। আইডিয়াল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম বলেন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের সিলেবাস অনুসরণ করে অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা সাপ্তাহিক ও মাসিক সেমিস্টার পদ্ধতিতে পাঠদান করা হয় এখানে। নিবিড় তত্ত¡াবধানে প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রদানের পাশাপাশি কুরআন ও হাদিসের বাস্তব জ্ঞান প্রদান করা হয়।
শিক্ষার্থীদের প্রাত্যহিক জীবনে আদর্শ, শৃঙ্খলা ও নিয়মানুবর্তীতার অনুশীলন এবং নৈতিক মানোন্নয়নে বিশেষ শিক্ষাক্রম পরিচালিত হয়। দুর্বল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত প্রশিক্ষণ এবং আবাসিক শিক্ষার্থীদের রাত্রিকালীন কোচিং করানো হয়। তিনি বলেন, একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে অভিভাবকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে এবং শিক্ষিত জাতি বিনির্মাণে অবদান রাখছে আইডিয়াল মাদ্রাসা। ইবতেদায়ী সমাপনী, জেসিডি ও দাখিল পরীক্ষার্থীদের ‘এ’ প্লাস এবং বৃত্তিপ্রাপ্তিদের জন্য বিশেষ তত্বাবধান করা হয়। অভিভাবকদের সাথে তারা নিয়মিত মতবিনিময় করেন। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply