স্টাফ রিপোর্টার : ফরিদপুরের তরুণ কবি জিয়াউল হক মিয়াজির প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে শিশু-কিশোর সংগঠন চাঁদের হাটের আয়োজনে ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে এক স্মরণ সভার আয়োজন করা হয়। স্মরণ সভায় সভাপতিত্ব করেন চাঁদের হাট ফরিদপুরের সভাপতি সাহাদাত হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, সাংবাদিক লেখক মফিজ ইমাম।
প্রয়াত কবি জিয়াউল হকের জীবন ও কর্মের উপর আলোকপাত করে অন্যদের মধ্যে বক্তব্য দেন কবির পরিবারের সদস্য শারমীন পারভীন, ছাড়াকার মাহাফুজ খান, কবি-র বন্ধু সংগীত শিল্পী বাদল দাস, সাংবাদিক ওয়ালি নেওয়াজ ও বিজয় পোদ্দার, শিল্পী আরাফাতুল কবির প্রমুখ। বক্তারা বলেন, কবি জিয়াউল হক মিয়াজী অসময়ে আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি আমাদের মাঝে বেঁচে আছেন তার কাজের মধ্যে। এ স্মরণ সভায় জিয়াউল হক মিয়াজীর উপর একটি স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়। প্রসঙ্গত গত বছর এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ফরিদপুর শহরের আলীপুর মহল্লার বাসিন্দা কবি জিয়াউল হক মিয়াজী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯।
Leave a Reply