স্টাফ রিপোর্টার : ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। গত শনিবার বিকেল পাঁচটার দিকে তিনি মারা যান। মৃত ওই বৃদ্ধার নাম ফরিদা (৫৫)। তিনি ফরিদপুরের মধুখালী উপজেলার বনমালিদিয়া মহল্লার বাসিন্দা আবুল হোসেনের স্ত্রী। গত রবিবার মৃতের ছেলে তাওহীদ হোসেন মৃতদেহটি হাসপাতাল থেকে বুঝে নেন। এর আগে এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট চরজনের মৃত্যু হয়েছিল। তাদের সকলেই ফরিদপুরের বাইরের বাসিন্দা। মৃতের মধ্যে দুই নারীসহ তিনজনের বাড়ী রাজবাড়ী ও একজনের মাগুরা।
শনিবার মৃত্য হওয়া ফাতেমার বাড়ি ফরিদপুর। এটিই ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু। এ মৃত্যুসহ এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত ১৬ দিনে পাঁচ জনের মৃত্যু হল। এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত ২১ জুন। ওইদিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহানার বেগম (৩৯) নামে এক গৃহবধূ। তিনি রাজবাড়ী সদর উপজেলার দ্বাদশী ইউনিয়নের বাসিন্দা। গত ২৭ জুলাই মৃত্যু হয়েছে রুমা দাস (২৫) নামে এক অস্তসত্ত¡া গৃহবধূর। তিনি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পারুলিয়া গ্রামের বাসিন্দা।
২৮ জুলাই মারা যান সোহেল মিয়া (১৮) নামে এক তরুণ। তিনি মাগুরা সদর উপজেরার আমুরিয়া গ্রামের বাসিন্দা লাখো মিয়ার ছেলে। গত ৩ আগস্ট বৃহস্পতিবার মারা যান জয়নাল আরোফিন (৬৫)। তিনি রাজবাড়ী সদরের বেড়াডাঙ্গা গ্রামের মৃত মিজানের ছেলে। ফরিদপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৮৯ জন। গত রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৮১ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে শুধুমাত্র ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসনাধীন আছেন ১৪৬ জন।
গত জানুয়ারি থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ৭৪১ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এক হাজার ৪৫৫ জন। এ পর্যন্ত মারা গেছেন পাঁচ জন। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এনামুল হক রবিবার সকালে বলেন, এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট পাঁচ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন নারী, একজন বৃদ্ধ ও একজন তরুন। গত শনিবার বিকেলে মারা গেছের ফরিদপুরের বনমালিদিয়া এলাকার ফাতেমা নামে এক বৃদ্ধ নারী। ডেঙ্গুতে মৃত্যু হওয়া ফরিদা ফরিদপুরের নাগরিক। মৃত অন্য চারজেনর মধ্যে তিন জন রাজবাড়ীর ও একজন মাগুরার।
Leave a Reply