ভাঙ্গা প্রতিনিধি :
ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গার হামেরদী নামক স্থানে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ।
দুর্ঘটনায় নিহত দুই স্কুল ছাত্র হলো, ভাঙ্গার চুমুরদী ইউনিয়নের পুর্বসদরদী গ্রামের আবুল খায়ের ফকিরের নবম শ্রেনীর পড়ুয়া সন্তান সাকিল ফকির(১৫) ও হামেরদী ইউনিয়নের নাজিরপুর গ্রামের সানোয়ার মাতুব্বরের অষ্টম শ্রেনীর পড়ুয়া ছেলে শাহীন মাতুব্বর(১৪)।
ভাঙ্গা হাই-ওয়ে থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ ওমর ফারুক জানায়, বিলদীয়া উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থী পুখুরিয়া থেকে মটর সাইকেল যোগে ভাঙ্গা বাজারে যাচ্ছিল। দুর্ঘটনাস্থল হামেরদীর মোড়ে এসে মটর সাইকেলটি ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি ট্রাকের সাথে ধাক্কা খায়। এতে করে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থী মারা যায়।
খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি। পরিবারের সাথে আলোচনা করে লাশ হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।#
Leave a Reply