1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
চিকিৎসকের আনন্দ তখনই যখন রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরে যায়......এ কে আজাদ - আজকের ফরিদপুর
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

চিকিৎসকের আনন্দ তখনই যখন রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরে যায়……এ কে আজাদ

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ৩২৪ জন পঠিত
চিকিৎসকের আনন্দ তখনই যখন রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরে যায়......এ কে আজাদ
চিকিৎসকের আনন্দ তখনই যখন রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরে যায়......এ কে আজাদ

স্টাফ রিপোর্টার : ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য এ কে আজাদ বলেছেন, চিকিৎসকের কাছে সবচেয়ে আনন্দের বিষয় হলো একজন রোগী যখন সুস্থ্য হয়ে হাসি মুখে বাড়ি ফিরে যায়। বুধবার বিকেল ৩টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন এ কে আজাদ। এ কে আজাদ বলেন, স্বাস্থ্য খাতের জন্য ফরিদপুরের জন্য একটি গর্বের প্রতিষ্ঠান এই কলেজ ও হাসপাতালটি। এ হাসপাতালে ফরিদপুর সহ আশেপাশে প্রায় অনেক জেলা থেকে মানুষ চিকিৎসা সেবা নিতে আসে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সেবার মান উন্নয়নে সব ধরনের সহযোগিতা করা হবে। এ সময় তিনি প্রত্যেকটি বিভাগের চিকিৎসকদের সাথে রোগীর সেবার মান বাড়াতে কি প্রয়োজন, কি সমস্যা আছে, কেন সমস্যা সমাধান করা যাচ্ছেনা এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে এ কে আজাদ আরো বলেন, আপনাদের সমস্যাগুলোর তালিকা মন্ত্রণালয়ে পাঠান। আমি সেই সম্যা সমাধানে স্বাস্থ্য মন্ত্রীর সাথে কথা বলবো। প্রয়োজনে সংসদে এ বিষয়ে পদক্ষেপ নিতে বিল উত্থাপন করবে। তবুর এ হাসপাতালের সেবার মান নিশ্চিত করা হবে।

এ কে আজাদ বলেন, আপনাদের সরকারি প্রয়োজনীয়তার পাশাপাশি আমার ব্যাক্তিগত ও সরকারি অনুদান থেকে সহায়তা করা হবে। আপনাদের চাহিদা পত্র দেন। তিনি এসময় হাসপাতালের জনবল সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা বলে আশ্বাস দেন এবং হাসপাতালের পরিস্কার পরিচ্ছন্নত বজায় রাখতে কর্তৃপক্ষকে জোর গুরুত্ব দেবার কথা বলেন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. হুমায়ুন কবীর।

অন্যন্যদের মধ্যে বক্তব্য দেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের অধ্যক্ষ দিলরুবা ইয়ামীন, ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক দীপক কুমার বিশ^াস, বেসরকারি ক্লিনিক মালিক সমিতির সভাপতি এম এ জলিল, ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসানুজ্জামান, জেলা সমাজসেবা উপ-পরিচালক এএসএম আলী আহসান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION