1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
চরহাজীগঞ্জ স্কুল মাঠের ২৫ দোকান ঘর উচ্ছেদ করলেন ইউএনও
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

চরহাজীগঞ্জ স্কুল মাঠের ২৫ দোকান ঘর উচ্ছেদ করলেন ইউএনও

  • Update Time : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৬১৫ জন পঠিত
চরহাজীগঞ্জ স্কুল মাঠের ২৫ দোকান ঘর উচ্ছেদ করলেন ইউএনও
চরহাজীগঞ্জ স্কুল মাঠের ২৫ দোকান ঘর উচ্ছেদ করলেন ইউএনও

আ:ওহাব মোল্যা : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপার নেতৃত্বে মঙ্গলবার দুপুরে ঐতিহ্যবাহী চরহাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পুরাতন মাঠে গড়া ২৫টি অবৈধ দোকান ঘর উচ্ছেদ করা হয়েছে। এতে দীর্ঘকাল পরে উন্মুক্ত হলো উক্ত বিদ্যালয়ের প্রায় ৪০ শতাংশ জমির খেলার মাঠ সহ শহীদ মিনার। এ উচ্ছেদ অভিযানের অন্যরা হলেন-উপজেলা সহকারী কমিশনার (ভুমি) খাইরুল ইসলাম, মোবাইল কোর্ট পেশকার মোঃ সাদ্দাম হোসেন সহ পুলিশ ও আনসার ব্যাটলিয়ন সদ্যরা।

জানা যায়, প্রায় বিশ বছর আগে উপজেলার গাজীরটেক ইউনিয়নের চরহাজীগঞ্জ বাজার ঘেষে উক্ত বিদ্যালয়টি পদ্মা নদীর ভাঙনের কবলে পড়লে তা দ্রæত স্থানান্তর করা হয়। আর এ সুযোগে দখলদাররা বিদ্যালয়ের উন্মুক্ত মাঠ ও শহীদ মিনার ঘিরে একের পর এক দোকার ঘর উঠাতে থাকে। উপজেলার চরহাজীগঞ্জ বাজার ঘেষে ওই মাঠে প্রায় ৪০টি দোকান ঘর উঠিয়ে দীর্ঘকাল পর্যন্ত নিঃশ্চিহ্ন করে রেখেছিল বিদ্যালয়ের স্মৃতি চিহ্ন। তাই উপজেলা প্রশাসনের জোর তৎপরতায় উক্ত বিদ্যালয় মাঠে মঙ্গলবার দিনভর উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ইউএনও।

এ উচ্ছেদ অভিযানে বেকু মেশিন লাগিয়ে স্থানীয় দখলদার শেখ আবুল খায়েরের ৮টি দোকান ঘর, মোঃ আহসানুল হক মামুনের ৮টি দোকান ঘর, মোঃ ইলিয়াস হোসেনের ৩টি দোকান ঘর, মোঃ ছাত্তার মোল্যার ২টি দোকান ঘর, আঃ ওহাব মোল্যার ২টি দোকান ঘর ও শাহনুর বেগমের ২টি দোকান ঘর সহ মোট ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান অপসারন করা হয়। এছাড়া ওই স্কুল মাঠের অন্যান্য দখলদাররা আগের দিন নিজ উদ্যোগে আরও প্রায় ১৫টি দোকান ঘর সরিয়ে নিয়েছে বলে জানা যায়। চরহাজীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠ সহ শহীদ মিনার উন্মুক্ত হওয়ার ব্যাপারে উক্ত ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী বলেন, “ দীর্ঘকাল পর হলেও ইউএনও মহোদয়ের জোর তৎপরতায় ঐতিহ্যবাহী চরহাজীগঞ্জ বাজারের খেলার মাঠ সহ শহীদ মিনারটি অবমুক্ত হয়েছে। এলাকার জনগন সংশ্লিষ্ট প্রশাসনকে উপকৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION