স্টাফ রিপোর্টার :
ফরিদপুরে ৪৯ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ছেলেদের ফুটবল প্রতিযোগীতায় রনকাইল উচ্চ বিদ্যালয়ের খেলোয়ার, শিক্ষক ও অবিভাবকদের ওপর হামলায় অন্তত ২০জন আহত হয়েছে।
আহতরা জানায়, ফরিদপুর জেলা স্কুল মাঠে ছেলেদের ফুটবল বিভাগে রনকাইল উচ্চ বিদ্যালয়ের সাথে বায়তুল মোকাদ্দেস ইনিস্টিটিউট এর সেমি ফাইনাল খেলা ছিলো। উভয় দল ভেন্যুতে আসার পর বাছাইপর্বে বায়তুল মোকাদ্দেম ইনিস্টিউটের কয়েকজন বাদ পড়ে যায়, এতে তারা ক্ষুব্দ হয়ে অতর্কিতে হামলা চালায় রনকাইল উচ্চ বিদ্যালয়ের খেলোয়ার, শিক্ষক, অবিভাবকদের ওপর। এতে অন্তত ২০ জন আহত হয় বলে জানান তারা। আহতদের ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
ভিডিও :
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, রনকাইল উচ্চ বিদ্যালয়ের খেলোযারদের অভিযোগের প্রেক্ষিতে পুনরায় মাপ ও পরীক্ষা নীরিক্ষা করলে বায়তুল মোকাদ্দেস ইনস্টিটিউটের কয়েকজন খেলোয়ার বাদ পড়ে যায়, এ নিয়েই হামলার ঘটনা ঘটে।
ফরিদপুরের কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএ জলিল জানান, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। #
Leave a Reply