স্টাফ রিপোর্টার : গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন উপলক্ষে ফরিদপুরে মুখে কালো কাপড় বেধে মৌন মিছিল ও মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করেছে জেলা ও মহানগর বিএনপি। বুধবার বেলা সোয়া ১১ টার দিকে শহরের কাঠপট্টিস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ফরিদ শাহ সড়ক হতে মুখে কালো কাপর বাঁধা ও কালো ব্যানারসহ এ মৌন মিছিল বের হয়।
মিছিলটি থানা রোড হয়ে, জনতা ব্যাংকের মোড় ও আলীপুর মোড় হয়ে মুজিব সড়ক দিয়ে গোল পুকুর ড্রিম শপিং কমপ্লেক্স এর সামনে গিয়ে শেষ হয়। পরে ওই শপিং কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী, সদস্য সচিব একেএম কিবরিয়া ও ফরিদপুর মহা নগর বিএনপির আহ্বায়ক এ.এফ এম কাইয়ুম প্রমুখ। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গণতন্ত্রের জন্য আন্দোলন করে আমাদের ছাত্রদল, যুবদলসহ আমাদের অনেক নেতাকে গুম করা হয়েছে।
আমরা যে তালিকা দেই সরকারকে সরকারের পক্ষ থেকে তা বরাবরই প্রত্যাখ্যান করা হয়েছে। এই সরকারের কাছে আমরা সরকারি প্রশাসন দ্বারা গুমের শিকার হওয়া ব্যাক্তিদের তালিকা চাই। বক্তারা বলেন, সরকার বিরোধী দলের আন্দোলন দমনের উদ্দেশ্যে নানা কৌশল অবলম্বন করছে। বিএনপির একজন কর্মীও চূড়ান্ত বিজয় ছাড়া ঘরে ফিরে যাবেনা। নির্দলীয় তত্ত¡াবধায়ক সরকার ছাড়া বিএনপি কোন নির্বাচনে অংশগ্রহণ করবে না।
Leave a Reply