স্টাফ রিপোর্টার : ফরিদপুরের সালথা উপজেলায় একশত তিন পিচ ইয়াবাসহ জাহিদ শেখ (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে ফরিদপুরের কোর্টে জাহিদ শেখকে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার (১০ অক্টোবর) দিনগত রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার কাউলীকান্দা এলাকা থেকে ইয়াবাসহ জাহিদ শেখ নামের ওই যুবককে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জাহিদ শেখ ওই গ্রামের উলকা শেখের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১০৩ পিচ ইয়াবাসহ জাহিদ নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। উক্ত আসামীর বিরুদ্ধে এসআই (নিঃ) মো. হাফিজুর রহমান বাদী হয়ে সালথা থানায় একটি মাদক মামলা দায়ের করেছেন।
Leave a Reply