স্টাফ রিপোর্টার : ফরিদপুরে ১০২০ পিচ ইয়াবা ও ২০ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারদের মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় ফরিদপুর সদরের কানাইপুরের উলুকান্দা এলাকা থেকে ওই দুই যুবককে আটক করা হয়।
আটকরা হলেন- যশোরের বেনাপোলের দক্ষিণ বারপোতা এলাকার মো. রিয়াজুল ইসলামের ছেলে আজহারুল ইসলাম বাবু (৩১) ও একই এলাকার মো. খোকনের ছেলে পারভেজ (২৮)। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকসহ ওই দুই যুবককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ফরিদপুরের কোতয়ালী থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply