স্টাফ রিপোর্টার : ফরিদপুরের বোয়ালমারীতে এক জনপ্রতিনিধির ধর্ষণের শিকার হয়ে বুদ্ধিপ্রতিবন্ধী এক গৃহবধূ অন্তঃসত্ত¡া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গত রবিবার (১৯ নভেম্বর) লিখিত অভিযোগ দেওয়ার পর ওই ইউপি সদস্যকে সোমবার শোকজ (কারন দর্শানো) করা হয়েছে। ওই ইউপি সদস্যের নাম মো. জাহাঙ্গীর শিকদার (৩৫)। তিনি বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের মুড়াইল গ্রামের বাসিন্দা এবং ওই ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ময়না ইউনিয়নের বাসিন্দা এক ব্যাক্তি (৪০) ক্ষেত-খামারে কাজ করে সংসার চালান। তার গৃহবধূ সহজ সরল প্রকৃতির বুদ্ধি প্রতিবন্ধী। ইউপি সদস্য মো. জাহাঙ্গীর শিকদার ওই গৃহবধুকে তার বাড়িতে কাজের জন্য আনতেন। পরবর্তিতে বিভিন্ন সময়ে গৃহবধুর সরলতার সুযোগে ভয়-ভীতি দেখিয়ে তাকে প্রায়ই ধর্ষণ করতেন ইউপি সদস্য। দীর্ঘদিন ধরে ধর্ষণের ফলে গৃহবধূ অন্তঃস্বত্ত¡া হয়ে পড়েন। বর্তমানে তিনি ৭ মাসের অন্তঃস্বত্ত¡া বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তবে বর্তমানে ওই ইউপি সদস্য পলাতক রয়েছেন।
সোমবার ইউএনও ওই ইউপি সদস্যকে শোকজ করেছেন। এ ব্যাপারে ময়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক মৃধা বলেন, বিষয়টি আমিও জেনেছি। ইউএনও ইউপি সদস্য জাহাঙ্গীর শিকদারকে শোকজ করেছেন। তিনি কি জবাব দেয় দেখা যাক। খোদ প্রকাশ করে ইউপি চেয়ারম্যান আব্দুল হক মৃধা বলেন, আমরা জনপ্রতিনিধিরা বিভিন্ন অপরাধের বিচার করি, আর এখন আমরাই বিচারের মুখোমুখি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন বলেন, ইউপি সদস্যকে শোকজ করা হয়েছে। তার জবাব সন্তোষজনক না হলে তার ব্যাপারে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply