স্টাফ রিপোর্টার :
ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরির উপর হামলার ঘটনার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক ও প্রাথমিক শিক্ষক সমিতি মধুখালী শাখার আয়োজনে শুক্রবার (৫ মে) সকােলে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট এলাকায় দোষীদের গ্রেফতার দাবিতে এ মানববন্ধন কর্মসূচির অনুষ্ঠিত হয়।
মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ নাজির হোসেন মৃধার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মীর নাজমুল হোসেন, মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদুল মুনসুর, অলোকা বিশ্বাস, মোঃ আলিমুজ্জাম, সাজেদুল ইসলাম, সুভাষ সরকার, মোঃ রোকনুজ্জামান, রজব আলী, মোঃ সুলাইমান,বাদশা মোল্যা, মোঃ বশিরউদ্দীন প্রমূখ।
এর আগে বৃহস্পতিবার দুপুরে ডুমাইনে মহিলারা আশ্রায়নের ঘরের জমির মালিকানা তাদের দাবি করে এবং আশ্রয়ণ প্রকল্পের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করছিলেন। এ খবর পেয়ে ইউএনও ৪ জন আনসার ও ৫ জন পুলিশ সদস্যদের নিয়ে সেখানে যান। আনসার সদস্যরা নারীদের কাছ থেকে মানববন্ধনের ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টা করলে নারীদের সাথে ধস্তাধস্তি হলে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসে। পরে নারীরা ক্ষুব্ধ হয়ে গাছের ডাল ভেঙ্গে আনসার সদস্যদের উপর হামলা চালায় এবং ইউএনও এর গাড়ি ভাংচুর করলে ইউএনও ও কয়েকজন আনসার সদস্য আহত হন।
মধুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন, হামলা মারধর ও গাড়ী ভাংচুরে পৃথক দুটি মামলা হয়েছে । ০৪/০৪/২৩ তারিখের মামলা নং ৫, এবং ৫/৫/২৩ তারিখের মামলা নং- ৭। ২টি মামলায় ডুমাইন ইউপি চেয়ারম্যান সহ ২৭ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত ২৫০ জনকে অজ্ঞাত আসামী করা হয়।
এ ঘটনায় ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারমান শাহ মোহাম্মাদ আসাদুজ্জামান তপন, নিশ্চিন্তপুর গ্রামের মোঃ মাহাফুজ মোল্যা ছেলে মোঃ প্রিন্স মোল্যা, শুকুর আলী মৃধার ছেলে ইব্রাহিম মোল্য ও কবিরুল ইসলামকে আটক করেছে পুলিশ। #
Leave a Reply