সদরপুর থেকে মোঃ হুমায়ুন কবির (তুহিন) :
ফরিদপুরের সদরপুর উপজেলার আওয়ামীলীগের এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের সমর্থকরা সদরপুর উপজেলা আওয়ামীলীগের কার্যালয় দখলে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকাল ১১টায় উপজেলা চত্ত্বর থেকে কয়েকশত নেতাকর্মী ও সমর্থক নিয়ে এমপি নিক্সনের অনুসারী উপজেলা আওয়ামীলীগের সাধারণ কাজী শফিকুর রহমানের নেতৃত্বে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগের উপজেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে নিক্সনপন্থী নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ্যাডভোকেট মোঃ বদিউজ্জামান বাবুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী শফিকুর রহমান। তিনি বলেন, সদরপুর উপজেলা আওয়ামী লীগের ত্যাগী, পরীক্ষিত ও নিবেদিত কর্মীদের নিয়ে যুবলীগে প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের নেতৃত্বে এখানকার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ প্রতিষ্ঠিত হবে।
বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন, সদরপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম বাবুল, কৃষ্ণপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন ফকির, চরবিষ্ণপুর ইউনিনের চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন, চরমানাইর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী, আকোটেরচর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল হক মুরাদ, সাবেক চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান মাতুব্বর, মোঃ মালেক বাছার, বাসুদের কর্মকার প্রমুখ।
কাজী জাফরউল্লাহ সমর্থিত যুবলীগ নেতা সায়েদীদ গামাল লিপু জানান, শুক্রবার হওয়ায় নেতাকর্মীরা কেউ বাজারে ছিলোনা, এই সুযোগে নিক্সন সমর্থিতরা কার্যালয়ের তালা ভেঙ্গে কক্ষে প্রবেশ করে সভা করে। তিনি জানান, বিষয়টি নেতাদের জানানো হয়েছে তাদের পরামর্শে ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, অফিসটি এতোদিন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ’র নেতা-কর্মী ও সমর্থকদের দখলে ছিল।
Leave a Reply