স্টাফ রিপোর্টার : ‘আঙ্কেল, পোশাকের দাম বাড়িয়ে আমার ঈদের আনন্দ নষ্ট করবেন না’, ‘ব্যবসায়ীরা আমাদের আত্মীয় আমরা ভালো থাকতে চাই’ ‘আমাদের সাহায্য করুন’, ‘ব্যবসায়ীরা গরিবের বন্ধু, বন্ধুকে বাঁচাতে সহায্য করুন’, ‘আংকেল আপনার অতিরিক্ত লাভের টাকা যোগান দিতে আমার বাবার কষ্ট হয়’। এমনই বিভিন্ন মানবিক দাবি সম্বলিত প্লাকার্ড নিয়ে রমজান মাসে দ্রব্যমূল্য না বাড়ানোর দাবিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে ফরিদপুরে মিছিল করেছে শিশুরা। সড়কে মিছিলের পাশাপাশি বিভিন্ন শপিং মলে গিয়ে এ প্লাকার্ড প্রদর্শন করে শিশুরা।
সোমবার দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত শহরের চকবাজার, ময়রাপট্টি, পূর্ব খাবাসপুর এলাকার বাজারের বিভিন্ন দোকান ও বিলাসবহুল শপিংমলগুলোতে বেশি দাম না নেওয়ার জন্য ব্যবসায়ীদের সতর্ক করতে বাজার মনিটরিং করে শিশুদের এই দলটি। তাদের এ কাজে নেতৃত্ব দেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার। শহরের নিউমার্কেট এলাকায় ফলের দোকান, পোশাকের দোকান, মুদি দোকান, কাঁচাবাজার, বারি প্লাজা শপিংমল, মাছরাঙা সুপার শপ, আড়ং শপিংমল ঘুরে ঘুরে দাম যাচাই করেন। এ সময় নিত্যপণ্য অতিরিক্ত দামে বিক্রি করায় জেলা প্রশাসকমো. কামরুল আহসান তালুকদার ব্যবসায়ীদের সতর্ক করেন।
জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন,বাজার ঘুরে সব ধরনের দোকানে আমরা দাম শুনে ধারণা নিয়েছি। আজ কাউকে জরিমানা করা হয়নি। আমরা গরম মসলাসহ কয়েকটি পণ্যের অত্যধিক দাম পেয়েছি। এসব কেউ অতিরিক্ত দামে বিক্রি করলে আগামীকাল থেকে মোবাইল কোর্টের অভিযান শুরু হবে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াছিন কবির, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ, জেলা বাজার কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন, জেলা স্যানিটারি অফিসার বজলুর রশীদ প্রমুখ।
Leave a Reply