1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
অসহায় সেই ভ্যানচালক পেল নতুন ভ্যান - আজকের ফরিদপুর
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৭:৩২ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

অসহায় সেই ভ্যানচালক পেল নতুন ভ্যান

  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ২৯৪ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
ভ্যান হারিয়ে পুরোপুরি বেকার ও অসহায় হয়ে পরা সেই ভ্যান চালক পেলেন নতুন ভ্যান। ফরিদপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা করবো জয়’ তাকে নতুন একটি ভ্যান বানিয়ে দিয়েছে। রবিবার বেলা ১১ টায় ফরিদপুর প্রেসক্লাব চত্বরে ভ্যান হস্তান্তর করা হয়।
জানা গেছে, ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাম্মনপাড়া গ্রামের বাসিন্দা ভ্যানচালক চানমিয়া(৩৮) এর ভ্যানটি চুরি হয় ৪ মাস আগে। এর পর পুরো বেকার ও অসহায় হয়ে পরেন চানমিয়া। ১ ছেলে ও ২ মেয়ে আর স্ত্রী নিয়ে ৩ বেলা খাবার জুটানো কষ্টসাধ্য হয়ে যায় তার। স্থানীয় বাসিন্দারা কিছু সাহায্য তুলে দেয়, যা দিয়ে বাজার ঘাট করে সংসার চালিয়েছেন এতদিন। বিষয়টি স্থানীয় কয়েকজন ফরিদপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা করবো জয়’ এর নজরে আনলে তাকে নতুন ভ্যান দেয়ার উদ্যোগ নেয় সংগঠনটির সদস্যরা।
নতুন ভ্যান পেয়ে চান মিয়া জানান, আমি যে কত খুশি তা বলে আপনাদের বুঝাতে পারবো না। আমি বাচ্চাদের নিয়ে খেয়ে না খেয়ে দিন পার করছিলাম। শারিরিক সমস্যার কারনে আমি মাঠে ঘাটে কাজ করতে পারি না, এই ভ্যান চালানোই আমার পেশা। এখন আমি আবার এই ভ্যান চালিয়ে বাল বাচ্চা নিয়ে খেয়ে পরে বাচতে পারবো।
আমরা করবো জয় এর সভাপতি ডা. আহমেদ সৌরভ জানান, আমরা এর আগে ১৪ জনকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি। চানমিয়া ১৫ তম ব্যাক্তি যাকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছি। মোট ৫১ হাজার টাকা ব্যায় করে তাকে অটো ভ্যানটি তৈরি করে দেয়া হয়েছে। এই টাকার পুরোটাই আমাদের সংগঠনের সদস্য ও শুভাকাঙ্খী সদস্যদের দেয়া। এখানে সরকারী বা বেসরকারী কোন প্রতিষ্ঠানের সহায়তা নেই। #
ভ্যান হস্তান্তর এর সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেণ, ফরিদপুর পৌরসভার কাউন্সিলর সৈয়দ আলাওল হোসেন তনু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তমিজউদ্দিন তাজ, বর্তমান সহ সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম হিমেল, আমরা করবো জয় এর সভাতি আহমেদ সৌরভ, সাধারণ সম্পাদক মো. শরীফ খান, সদস্য মহুয়া ইসলাম, সাকিব প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION