স্টাফ রিপোর্টার : অবসরপ্রাপ্ত শিক্ষক ফোরাম,ফরিদপুরের বার্ষিক সাধারন সভা শনিবার শহরের অম্বিকা মেমোরিয়াল হলে অনুষ্টিত হয়েছে। অবসরপ্রাপ্ত শিক্ষক ফোরাম,ফরিদপুরের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মিঞা লুৎফার রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ,ফরিদপুরের প্রশাসক এ্যডভোকেট শামসুল হক ভোলা মাস্টার।সভার শুরুতে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন শিক্ষক ফোরামের সম্পাদক প্রফেসর মো: আব্দুল আজিজ।
পরে অলোজনায় অংশ নেন ফোরামের সহ-সভাপতি প্রফেসর এবিএম সাত্তার, নাজিমউদ্দিন আহমেদ, গাজী মাকসুদুর রহমান,যুগ্ন সম্পাদক প্রফেসর প্রশান্ত কুমার বিশ্বাস,আব্দুল আওয়াল মিয়া,কোষাধ্যক্ষ প্রফেসর রবীন্দ্র নাথ সাহা,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রফেসর সিরাজুল ইসলাম।প্রচার ওপ্রকাশনা সম্পাদক সম্পাদক প্রফেসর আব্দুল হামিদ মোল্লা, শিক্ষা ও ছাত্র কজল্যান সম্পাদক মিসেস ফিরোজা বেগম,দপ্তর সম্পাদকমো: মোজাফ্ফর হোসেন,নিবার্হী সদস্য অধ্যাপক এম এ সামাদ, প্রফেসর এ, এইচ, এম ইসহাক, এম এ হাকিম,প্রফেসর আব্দুল বাসিত মিয়া,প্রফেসর মো: বিল্লাল হোসেন,সাহানা বেগম,মো: বেলায়েত হোসেন চৌধুরী,আব্দুর রহমান ব্যাপারী প্রমুখ।
Leave a Reply