1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
বিলচাপাদহের অনিয়ম অভিযোগে ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ - আজকের ফরিদপুর
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

বিলচাপাদহের অনিয়ম অভিযোগে ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ

  • Update Time : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ২৬৩ জন পঠিত
বিলচাপাদহের অনিয়ম অভিযোগে ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ
বিলচাপাদহের অনিয়ম অভিযোগে ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ

বোয়ালমারী সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের বিলচাপাদহ নিয়ে দু’টি পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে। একটি পক্ষ রোববার (২ এপ্রিল) দুপুরে উপজেলার সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন। এই পক্ষ অনিয়ম দুর্নীতি বন্ধে ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছে। জেলা প্রশাসকের নির্দেশক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা দুই পক্ষকে সোমবার (৩ এপ্রিল)ক সকাল ১১টায় তার দপ্তরে ডেকেছেন। মানববন্ধন ও সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক আজিজুর রহমান আজিজ।

তিনি বলেন, সরকারি খাস খতিয়ানভুক্ত ৮৬ একর জমি রয়েছে। কিন্তু মূল জলাশয়টি আরও এক হাজার ৮০০ একর জমি নিয়ে অবস্থিত। এই এক হাজার ৮০০ একর জমি ব্যক্তি মালিকানাধীন। প্রতি বছর সরকারিভাবে ৭ লাখ ৮২ হাজার টাকা দিয়ে বিল লিজ নেয় মৎস্যজীবি সমবায় সমিতি। কিন্তু ওই সমিতি ২০২২ সালে খরচ দেখায় ১৭ লাখ ৮০ হাজার টাকা। অন্যদিকে প্রকৃত জমির মালিকদের কোনো টাকা পয়সা এই সমিতি দেয় না। আবার বিলে মাছের পোনা ছাড়া এবং খাবার দেয়া নিয়ে নানা অনিয়ম করে থাকে সমিতি। জমির মালিকগণ তাদের মালিকানা জমির জন্য ন্যায্য পাওনা দাবি করে।

তাদের অভিযোগ, বেড়াদী, বাহিরনগর, ঘোষপুর নিয়ে গঠিত মৎস্যজীবি সমবায় সমিতি লুটপাট করে খাচ্ছে। তবে এ সকল অভিযোগ অস্বীকার করে মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি আশুতোষ বিশ্বাস বলেন, সমিতি কোনো অনিয়ম দুর্নীতি করে নাই। সমিতির কোনো লোক রোববারের আন্দোলনে যোগ দেয়নি বলে দাবি করেন তিনি। তবে যারা সমিতির সদস্য আছে কিন্তু মাছ চাষের শেয়ার নেই তারা যেতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমবার শুনানির জন্য তাদের ডেকেছেন বলে জানান। এ ব্যাপারে সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু বলেন, চাপাদাহ বিলটা পুরো সাতৈর ইউনিয়নের মধ্যে কিন্তু বিলটা লুটেপুটে খাচ্ছে অন্যরা। সমিতির নামে ওখানে লুটপাট চলছে। প্রকৃত জমির মালিকরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। তারা জমিতে চাষ করতে পারছে না। ক্ষতিগ্রস্থ জমির মালিকদের ন্যায্য পাওনা প্রদানের দাবি জানান তিনি।

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন বলেন, বিলচাপাদহ নিয়ে একটি পক্ষ জেলা প্রশাসক বরাবর আবেদন করেছে। জেলা প্রশাসক স্যারের নির্দেশক্রমে দুইপক্ষকে শুনানির জন্য সোমবার সকাল ১১টায় উপজেলায় ডাকা হয়েছে। উভয়পক্ষের কথাবার্তা শুনে ও কাগজপত্র দেখে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মানববন্ধন ও সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন মৎস্যজীবি সমিতির সদস্য সুবোধ কুমার রায়, সাতৈর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. আকরাম হোসেন আকিজ, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল লতিফ শেখ, বাহিরনগর গ্রামের মো. দাউদ মোল্যা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION