স্টাফ রিপোর্টার :
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান মো. মেহেদী হাসান মিন্টু ফকিরের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবী করেছেন তার (চেয়ারম্যানের) ছোটো ভাই মো. আলমগীর হোসেন। তার (আলমগীর) দাবী নির্বাচনের আগে আকষ্মিক নানাভাবে অপপ্রচার চালিয়ে সম্মানহানী করার চেষ্টা করছে প্রতিপক্ষ। কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়া অপপ্রচার চালানো হচ্ছে দাবী করে মিন্টু ও তার পরিবারের পক্ষ থেকে এমন অপপ্রচারের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।
চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টুর গলায় অস্ত্রপচার করায় অসুস্থ হয়ে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন জানিয়ে তার পক্ষে মো. আলমগীর হোসেন জানান, মেহেদী হাসান মিন্টু পদ্মা নদীর সিএ্যান্ডবি ঘাট ও আশেপাশের কোনো এলাকা থেকে বালু উত্তোলনের সাথে জড়িত নন। তার নিজের কোনো ড্রেজার চলছে না পদ্মা নদীতে জানিয়ে তিনি বলেন, নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করতেই প্রতিপক্ষ এহেন অপপ্রচারে লিপ্ত হয়েছেন। তিনি মনে করেন, চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টুর জনপ্রিয়তায় ইর্শান্বিত হয়ে প্রতিপক্ষ অপপ্রচার চালাচ্ছেন।
এহেন অপপ্রচারের নিন্দা জানিয়ে তিনি পদ্মা নদী থেকে কেউ বালু উত্তোলন করলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও অনুরোধ জানান প্রশাসনের প্রতি।
Leave a Reply