নিরঞ্জন মিত্র (নিরু), ফরিদপুর : সরেজমিন গবেষণা বিভাগ (সগবি) ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর উদ্যোগে ফরিদপুরে পতিত জমিতে বোরো রোপা আমন ফসল ধারায় রিলে হিসেবে বারি সরিষা-১৪ উপর মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত (২৬ জানুয়ারি) বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মৃগী গ্রামে বারি সরিষা-১৪ উৎপাদন কার্যক্রমের উপর মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। ফরিদপুর সরেজমিন গবেষণা বিভাগ (সগবি) এর অঞ্চল প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম আহম্মেদ এর সভাপতিত্বে, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার মোঃ আনোয়ার হোসেন, সরেজমিন গবেষণা বিভাগ (সগবি) এর বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ জাহিদ হাসান সোহেল সহ সংশ্লিষ্ট বৈজ্ঞানিক সহকারী, উপসহকারী কৃষি কর্মকর্তাগণ।
এসময় মাঠ দিবসে ৫০ জন কৃষক কিষানী অংশগ্রহন করেন। অতিথিরা কৃষকদের সাথে রোপা আমন ধানে সাথে রিলে হিসেবে বারি সরিষা-১৪ উৎপাদন কার্যক্রমের মাঠ পরিদর্শণ করেন এবং উপস্থিত কৃষকরা বারি সরিষা-১৪ জাতকে গ্রহন করার আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা বলেন, এদেশের কৃষকরা সাধারণত স্থানীয় জাতের সরিষার আবাদ করে থাকে যার হেক্টর প্রতি গড় ফলন মাত্র ৮৫০ কেজি বা প্রতি শতাংশে ৩.৫ কেজি। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বারি সরিষা-১৪ নামে যে স্বল্পমেয়াদী জাত উদ্ভাবন করেছে তার গড় ফলন প্রতি হেক্টরে ১.৪ থেকে ১.৮ টন বা প্রতি শতাংশে প্রায় ৬ কেজি। তাই, নতুন জাত আবাদে কৃষক আর্থিকভাবে লাভবান হয় ও খুব সহজে তাদের প্রচলিত ফসল ধারায় খাপ খাওয়াতে পারেন। উপস্থিত সবাইকে বারি উদ্ভাবিত জাত টি গ্রহন করে কৃষির উৎপাদনকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবার জন্য অনুরোধ করেন।
Leave a Reply