স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের মধুখালী পৌরসভা নির্বাচনের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী খন্দকার মোরশেদ রহমান লমিনকে ১০ ডিসেম্বরের নির্বাচনে নির্বাচিত করার লক্ষে উঠান বৈঠক অনুষ্ঠতি হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮ টায় মধুখালী উপজলো আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক উপজলো চেয়ারম্যান আজিজুর রহমান মোল্যার বাড়ীতে উঠান বৈঠক অনুিষ্ঠত হয়েছে। বিশিষ্ট ব্যাক্তিত্ব লোকমান হোসেন মোল্যার সভাপতিত্বে নৌকার প্রার্থী লিমনকে বিজয়ী করার লক্ষে ঐক্যমত প্রকাশ করে বক্তব্য রাখেন মেয়র প্রার্থী খন্দকার মোরশেদ রহমান লিমন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল হক বকু, উপজলো ভাইস চেয়ারম্যান (মহিলা) মোরশেদা আক্তার মিনা, আওয়ামীলীগের সহ-সভাপতি মির্জা আব্দুল করিম, পৌর আওয়ামীলীগ সভাপতি হাজী মোহাম্মাদ আলী মিয়া, নজরুল ইসলাম, আবু বক্কার মাষ্টার, মোঃ আতিয়ার রহমান মোল্যা, মোঃ লিটন শেখ ও শাহজাহান শেখ প্রমূখ। অপরদিকে বুধবার সন্ধ্যায় উপজেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে পৌর নির্বাচনী কার্যালয়ে উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সুরাইয়া সালামের সভাপতিত্বে নৌকা মার্কা বিজয়ী করার লক্ষে ভোট প্রার্থনা করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো.রেজাউল হক বকু,ওয়ার্কার্স পাটির কেন্দ্রীয় নেতা মনোজ সাহা, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক শাহ মো. ফারুক হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মাদ আলী মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) মোরশেদা আক্তার মিনা, উপজেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মিলি ইসলাম ও আইন বিষয়ক সম্পাদক শামসুন্নাহার নিহার প্রমুখ।
Leave a Reply