মনির মোল্যা, সালথা : ফরিদপুরের সালথা উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাউদ্দিন আইয়ুবী, কৃষি অফিসার জীবাংস দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুক উজ্জামন ফকির মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আবুল কালাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব,
আটঘর ইউপি চেয়ারম্যান শহীদুল হাসান খান সোহাগ, সালথা থানার এসআই সৈয়দ আওলাদ হোসেন, সালথা মডেল প্রেসক্লাবের সভাপতি আবু নাসের হুসাইন, মাঝারদিয়া ইউপি চেয়ারম্যান আফছার উদ্দিন, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, বল্লভদী ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহীন, রামকান্তুপুর ইউপি চেয়ারম্যান ইশারত হোসেন, যদুনন্দী ইউপি প্যানেল চেয়ারম্যান ফরিদুর রহমানসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ এসময় উপস্থিত ছিলেন। এসময় উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতিসহ এলাকার অবকাঠামো উন্নয়নে জনপ্রতিনিধিদের আরো সক্রিয় ভুমিকা পালন করার কথা বলেন বক্তারা।
Leave a Reply