স্টাফ রিপোর্টার : ফরিদপুরে জেলা পর্যায়ে বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি স্থানীয় নেতাদের সাথে কোভিড-১৯ পরীক্ষা এবং প্রাথমিক চিকিৎসার সুবিধা সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ই ডিসেম্বর শনিবার সকাল ১১টায় কুঠিবাড়ী কমলাপুরে তারার মেলা স্কুল সংলগ্ন বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) ফরিদপুর শাখার আয়োজনে শাখা মিলনায়তনে জেলা পর্যায়ে সরকারি স্টেকহোল্ডার, সিএসও অংশীদার, ধর্মীয় নেতা, সাংবাদিক ও স্থানীয় নেতাদের সাথে কোভিড পরীক্ষা এবং প্রাথমিক চিকিৎসার সুবিধা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি বিষয়ক এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এফপিএবি এর সাবেক সহকারী মহাসচিব আ.খ.ম খায়রুল হাসান সুজনের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এফপিএবি ফরিদপুর শাখার সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ আনিসুর রহমান চৌধুরী সাবুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এফপিএবি এর ফরিদপুর জেলা কর্মকর্তা এ কে এম শাহজাহান। অনুষ্ঠানে ক্লিনিকের কার্যক্রম সম্পর্কে বক্তব্য রাখেন এফপিএবি এর কো-অর্ডিনেটর প্রোগ্রাম সীমা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর হাইস্কুলের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান প্রমুখ সরকারি ও স্থানীয় নের্তৃবৃন্দ। এ সময় পরিবার পরিকল্পনার জেলা কর্মকর্তা ভিডিও চিত্র ও তথ্যাবলী প্রজেক্টরের মাধ্যমে প্রেজেন্টেশন তুলে ধরেন। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এফপিএবি ফরিদপুর শাখার কো-অর্ডিনেটর প্রোগ্রাম মোঃ হাফিজুর রহমান।
Leave a Reply