ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দা উপজেলার শ্রীরামদিয়ায় ভাঙ্গা থেকে রাজশাহীগামী আন্তনগর মধুমতি এক্সপ্রেস টেনে কাটা পড়ে মারা গেছেন দুই কৃষক। শুক্রবার বেলা আড়াইটার দিকে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শ্রীরামদিয়া গ্রামের ওয়াজেদ মমোল্লার পুত্র কৃষক অহেদ মোল্লা (৫০) ও শাহেদ আলী মোল্লার পুত্র লিটু মোল্লা (৫২)।
স্থানীয়রা জানায়, নিহত ব্যাক্তিদ্বয় ধান ভাঙ্গানোর মেশিন নিয়ে গ্রামের মধ্য দিয়ে আধাপাকা ওই সড়ক দিয়ে রেল ক্রসিং পার হওয়ার সময় ভাঙ্গা থেকে রাজশাহীর উদ্ধেশ্যে ছেড়ে আসা আন্তনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটির সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নিহত হন।
নগরকান্দা থানার অফিসার ইন চার্জ মো. সোহেল রানা এ দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ফরিদপুর রেল ষ্টেশনের মাস্টার মো. মাসুদ রানা রনি জানান, ওই সড়কটি সম্পুর্ণ অবৈধ। ফলে সেখানে কোন গার্ড নিয়োগ দেয়া নেই। তিনি জানান, রাজবাড়ী জিআরপি থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে। #
Leave a Reply