মনির মোল্যা, সালথা : ফরিদপুরের সালথায় ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস- ২০২২ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তলন, মানববন্ধন ও উপজেলা হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফরিদপুর- ২ আসনের মাননীয় সংসদ সদস্য শাহাদাব আকবর চৌধুরী লাবু।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বার, প্যানেল চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা সহকারী কমিশনার ভুমি সালাউদ্দীন আয়ুবী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি-সম্পাদক প্রমুখ। এসময় বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে। সমাজ থেকে দুর্নীতি দুর করতে পারলেই আমরা একটা উন্নত রাষ্ট্র গড়তে পারব।
Leave a Reply