মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা ডাঃ কাজী আবু ইউসুফ স্টেডিয়াম মাঠ থেকে ব্যানার ফেস্টুন ও বাদ্যযন্ত্র সহকারে একটি বর্র্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সংলগ্ন বঙ্গবন্ধু চত্বরে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। অধ্যক্ষ এবিএম ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অধ্যাপক এবিএম মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব,সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ মাহমুদুল হাসান,ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি)জিয়ারুল ইসলাম, হাইওয়ে পুলিশ পরিদর্শক মোঃ আরিফ হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দীন,উপজেলা শিক্ষা অফিসার মুন্সী রুহুল আসলাম, সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালি,প্রধান শিক্ষক হায়দার হোসেন,প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্ত, তারাইল এসএ আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ মোঃ ইব্রাহিম মিয়া,প্রভাষক বিকাশ চন্দ্র প্রমূখ। বক্তারা বলেন, শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূুপান্তর ঘটেছে। শিক্ষকদের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আধুনিক সভ্যতার উত্তোরন ঘটছে।
Leave a Reply