মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
আগামী ৫ই নভেম্বর অনুষ্ঠিতব্য ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা উপজেলা এবং সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়ন) আসনের উপনির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরীর নৌকা মার্কার পক্ষে সালথায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলীর বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে ওঠান বৈঠকে আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য উপনির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহদাব আকবর চৌধুরী লাবু, প্রবীন আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান ইশারত হোসেন, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, যুবলীগ নেতা আনিচুর রহমান, সৈয়দ আলী, নাইচ হোসেন প্রমূখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী ৫ই নভেম্বর নৌকা মার্কায় ভোট দিন।নৌকা উন্নয়নের প্রতিক।
এই নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আমার মায়ের অসমাপ্ত কাজ সম্পুন্ন করতে সহোযোগীতা করুন। আমি কথা দিচ্ছি আমার মায়ের সৈয়দা সাজেদা চৌধুরী) মতো সারাজীবন আপনাদের পাশে থেকে সেবা করে যাবো। #
Leave a Reply