সদরপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে আলোকধারা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ঢাকার দোহার ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। গত শনিবার বিকেলে উপজেলার বাবুরচর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিতাদের মাঝে পুরস্কার বিতরণ করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। দোহার ফুটবল একাদশ সদরপুর ফুটবল একাদশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বাবুর চর আলোকধারা মানবিক সংগঠনের উদ্যোগে আয়োজিত ফুটবল ফাইনাল খেলায় বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, সদরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ড. এ কে এম নুরুজ্জামান, পঞ্চগর পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, জেলা পরিষদ সদস্য কহিনুর বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার, নাজমুল হাসান খান বোরহান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাখাওয়াত হোসেন খান। খেলাটি পরিচালনা করেন আলোকধারার সভাপতি মোঃ লিটন, সাধারণ সম্পাদক মোঃ রাসেল মুন্সী। বিজয় ও বিজিতা দলের মধ্যে পুরুষ্কার বিতরণ করেণ প্রধান অতিথি ও অতিথি বিন্দ।
Leave a Reply