মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গায় মানবতার সেবার ব্রত নিয়ে সৎসঙ্গ সামাজিক উন্নয়ন সোসাইটির উদ্যোগে এবং লায়ন্স ক্লাব ঢাকার সার্বিক সহযোগিতায় এক চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম সম্পন্ন হয়েছে। শনিবার দুপুরে উপজেলার আজিমনগর ইউনিয়নের শিমুল বাজার এলাকায় ইউপি পরিষদ চত্বরে এর কার্যক্রম উদ্বোধন করা হয়। ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকাস্থ লায়ন্স ক্লাবের সভাপতি আবুল বাশার।
এ সময় আরও উপস্থিত ছিলেন সৎসঙ্গ সামাজিক উন্নয়ন সোসাইটির সভাপতি মোঃ কাইয়ুম হাওলাদার,নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন,সার্বিক দায়িত্বে ছিলেন খন্দকার মিজানুর রহমান বুলু। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের গোলাম মর্তুজা, বাকীউল ইসলাম,প্রভাষক হেদায়েত হোসেন, আবজাল হোসেন,ডাঃ ইলিয়াস খান প্রমুখ। চিকিৎসা সেবা ক্যাম্পের মাধ্যমে প্রায় ৫ শতাধিক চক্ষু রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়।
Leave a Reply