মনির মোল্যা, সালথা : আসন্ন ফরিদপুর-২ আসনের উপনির্বাচন সামনে রেখে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. জয়নুল আবেদীন বকুল মিয়া। বৃহস্পতিবার বিকাল ৫টায় সালথা সদর বাজারে তার কার্যালয়ে সালথার স্থানীয় সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা করেন তিনি। এসময় বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতা মাওলানা সোবহান মাহমুদ, মুফতী আব্দুল কাইয়ুম, মাওলানা আবুল হাসান, আলী আজম, ইউনুছ আলী প্রমূখ।
এছাড়াও স্থানীয় সাংবাদিক আবু নাসের হুসাইন, এমকিউ হোসাইন বুলবুল, আজিজুর রহমান, নুরুল ইসলাম নাহিদ, মনির মোল্যা, মজিবুর রহমান, শরিফুল হাসান, বিধান মন্ডল, আকাশ সাহা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সাংবাদিকদের এ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া বলেন, আপনারা নিশ্চয় অবগত আছেন যে, জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির মৃত্যুজনিত কারণে জাতীয় সংসদ এর ২১২ ফরিদপুর-২ নির্বাচনী এলাকার শূণ্য আসনে উপ-নির্বাচন আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আমি উক্ত উপ-নির্বাচনে নির্যাতিত নিপিড়ীত শান্তিপ্রিয় সাধারণ জনগণের পক্ষে বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত বট গাছ প্রতীকের প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছি। আগামী ২০ নভেম্বর প্রতীক বরাদ্দ শেষে আনুষ্ঠানিভাবে সকল স্তরের মানুষকে নিয়ে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, আপনারা জানেন আমি দীর্ঘদিন যাবৎ আইন পেশায় নিয়োজিত থেকে নির্যাতিত অসহায় মানুষের সেবা দিয়ে আসছি। আমি যদি আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হতে পারি তাহলে এই নির্বাচনী এলাকায় জাতিবর্ণ নির্বিশেষে সকল পেশা শ্রেণির মানুষকে নিয়ে সুন্দর শান্তিপ্রিয় সমৃদ্ধিশালী এলাকা গড়ে তুলব।
Leave a Reply