মনির মোল্যা, সালথা : ৫ই নভেম্বর আসন্ন ফরিদপুর- ২ আসনের উপ-নির্বাচন সামনে রেখে ফরিদপুরের সালথায় আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলা সদর বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফরিদপুর- ২ আসনের বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র শাহাদাব আকবর চৌধুরী লাবু।
এসময় আরো উপস্থিত ছিলেন, প্রবীন আওয়ামীলীগ নেতা তারা মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা যবুলীগের সভাপতি খায়রুজামান বাবু, সেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, আওয়ামীলীগ নেতা বিল্লাল মাতুব্বর, ইউনুস খান, আবু মোল্যাসহ বিভিন্ন অংগসংগঠনের নেতাকর্মী বৃন্দ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী বলেন, নৌকা মার্কায় ভোট দিলে দেশের উন্নয়নে হয়। তাই সকল ভেদাভেদ ভুলে সবাই নৌকা মার্কায় ভোট দিন। দেশের উন্নয়নে অংশ নিন। শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। আমার মা সৈয়দা সাজেদা চৌধুরীর অসমাপ্ত কাজ সম্পন্ন করতে আমাকে নৌকা মার্কায় ভোট দিন। ইনশাল্লাহ সালথা-নগরকান্দা-কৃষ্ণপুর নগরে পরিনত হবে।
Leave a Reply