1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
পরিবার পরিকল্পনার বিশেষ সেবা ক্যাম্পে উৎসবমুখর পরিবেশ
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

পরিবার পরিকল্পনার বিশেষ সেবা ক্যাম্পে উৎসবমুখর পরিবেশ

  • Update Time : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৬২ জন পঠিত
পরিবার পরিকল্পনার বিশেষ সেবা ক্যাম্পে উৎসবমুখর পরিবেশ
পরিবার পরিকল্পনার বিশেষ সেবা ক্যাম্পে উৎসবমুখর পরিবেশ

নিজস্ব সংবাদদাতা : ফরিদপুরে জেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও স্যাটেলাইট ক্লিনিকে উৎসবমুখর পরিবেশে পরিবার পরিকল্পনার স্বল্পমেয়াদি পদ্ধতির দুইদিনব্যাপী বিশেষ সেবা ক্যাম্প শুরু হয়েছে। একটি সময়োপযোগী এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণের ফলে সেবা গ্রহীতাদের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।
গতকাল বুধবার সদর উপজেলার গেরদা ও চরমাধবদিয়া ইউনিয়নে এর উদ্বোধন করা হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক এবং (বাজেট) অর্থ ইউনিটের উপপরিচালক মো: এনামুল হক উপস্থিত সেবাগ্রহিতাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

এসময় তারা তৃণমূল পর্যায়ে জনগণের স্বাস্থ্য সেবা, পরিবার পরিকল্পনা সেবা, স্বাভাবিক প্রসব সেবা ও কিশোর-কিশোরীদের পুষ্টি সেবা প্রদানে বিশেষ কর্মসূচি গ্রহণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। বক্তাগণ বলেন, এই সেবা ক্যাম্পের উদ্দেশ্য হচ্ছে স্বল্পমেয়াদি পদ্ধতিকে অধিকতর জনপ্রিয় করে তোলা এবং অস্থায়ী পদ্ধতির সুবিধাসমূহ সেবা গ্রহীতাদের মাঝে ছড়িয়ে দেয়া। এসময় পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক এস এম আল কামাল, গেরদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার হারিস, গেরদা ইউনিয়ন চেয়ারম্যান আরিফ হোসেন মিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ফরিদপুর সদর উপজেলার সকল ইউনিয়নে একই ধরনের কার্যক্রম চলছে এবং উৎসবমুখর পরিবেশে স্থানীয় নারী ও কিশোর-কিশোরীরা সেবা গ্রহণ করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION