1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
আ’লীগ নেতাকে মারধর করলেন জেলা পরিষদ চেয়ারম্যান! (ভিডিওসহ) - আজকের ফরিদপুর
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

আ’লীগ নেতাকে মারধর করলেন জেলা পরিষদ চেয়ারম্যান! (ভিডিওসহ)

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ২৬৯৯ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
ফরিদপুরের সদর উপজেলার মাধবদিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আগামী ২৬ আগষ্ঠ শোকের মাস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে চরমাদবদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ। ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে চরমাধবদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. নজরুল ইসলামকে মারধর করার অভিযোগ উঠেছে ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মো. শামসুল হক ভোলা মাস্টারের বিরুদ্ধে।

হামলার শিকার হওয়া চরমাধবদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সবাপতি মো. নজরুল ইসলাম জানান, শোক দিবসের আয়োজন সম্পন্ন করতে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মঞ্চ তৈরির কাজ শুরু হয়। এসময় জেলা পরিষদের চেয়ারম্যান মঞ্চ তৈরিতে বাঁধা দেন। কারণ জানতে চাইলে তিনি ক্ষুব্দ হয়ে কিল ঘুসি মারেন। তিনি (সভাপতি) দাবী করেন অনুষ্টানে তাকে সভাপতি না করায় ক্ষুব্দ হয়ে হামলা করেছেন।

অপরদিকে ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মো. শামসুল হক ভোলা মাস্টার মারধরেরকথা স্বিকার করে বলেন, স্কুলের সভাপতি হিসেবে স্কুলের নিরাপত্তাজনিত কারণে স্কুলের সামনের মাঠে সমাবেশ করার অনুমতি প্রদান করা হয়। কিন্তু স্কুলের বাউন্ডারীর ভিতরে মঞ্চ তৈরির চেষ্টা করলে মৌখিকভাবে নিষেধ করা হয়। বারবার বলা সত্ত্বেও নিষেধ না শোনায় ঘটে যাওয়া পরিস্থিতির সৃষ্টি হয়।

ভিডিও :

এদিকে এ ঘটনার পর উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে ফরিদপুরের কোয়য়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ এমএ জলিল জানান, স্থানীয় আওয়ামীলীগের আভ্যন্তরীন কিছুটা ঝামেলা হয়েছিলো, যা সমাধান হয়েছে। তিনি বলেন, শোক দিবসের অনুষ্ঠান শুক্রবার যথা সময়ে যথাস্থানেই হবে। তবে পুলিশের কাছে মারধর করার অভিযোগ কেউ করেনি বলে জানান তিনি। #

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION