সবুজ দাস : রাষ্ট্রপতির আদেশক্রমে ফরিদপুর জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শাহজাহান (পিপিএম)। বুধবার (৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়৷ এর আগে তিনি দিনাজপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের এসপি হিসেবে কর্মরত ছিলেন। জানা গেছে, মো. শাহজাহান ১৯৭৬ সালের ২১ অক্টেচুয়াডাঙ্গা জেলার শাহাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ২০২০ সালে বরিশাল-১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার থেকে পুলিশ সুপার পদে পদোন্নতি পান। এরপর তিনি ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার দিনাজপুরের পুলিশ সুপার হিসাবে দায়িত্ব পালন করেন।
Leave a Reply