স্টাফ রির্পোটার :
পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ফরিদপুরের সালথা উপজেলার কয়েকটি পাইকারি বাজারে যৈাথ অভিযান চালিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সালথা উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৩ আড়তদারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে দাম না বাড়ানোর জন্য সতর্কও করে দেওয়া হয়। আজ সকাল ৯টা থেকে বিকেল ২টা পর্যন্ত সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাসিব সরকারের নেতৃত্বে পরিচালিত হয় এই যৌথ অভিযান। প্রথমে উপজেলার জয়কালী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফরিদপুরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখের নেতৃত্বে ভোক্তা অধিকার আইন- ২০০৯ /৩৮ ধারা মোতাবেক আফছান বানিজ্যলায়কে ৫হাজার এবং রনি ট্রেডার্সকে ৫হাজার মোট দুইটি আড়তদারকে ১০হাজার টাকা জরিমানা করা হয়। পরে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাসিব সরকারের নেতৃত্বে সালথা বাজারে বাবুল ট্রেডার্সকে ৫হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক (এস.এফ.আই) মোঃ বজলুর রশীদ খান।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফরিদপুরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ জানান, কয়েক দিন ধরে বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ২০ টাকা বেড়েছে। সালথা বাজারে পেঁয়াজের আড়তে সরেজমিনে প্রমাণ মেলে আড়তদাররা পণ্য বিক্রির ব্যবসায়িক কাগজপত্র নিজেদের কাছে না রেখে আমদানিকারকের ফোনকলে দাম নির্ধারণ করে পেঁয়াজ বিক্রি করছেন। এতে কেজিপ্রতি প্রায় ২০ টাকা অতিরিক্ত মুনাফা করছেন। আর আড়ত অনুযায়ী পেঁয়াজের দামেও ভিন্নতা দেখা যায়।
তিনি আরো জানান,ক্রয় ইনভয়েস বা রশিদ না রেখে নিজেদের মতো মূল্য বৃদ্ধি করায় জয়কালী বাজারে আফছান বানিজ্যলায়কে ৫হাজার এবং রনি ট্রেডার্সকে ৫হাজার মোট দুইটি আড়তদারকে ১০হাজার টাকা জরিমানা করা হয়। পরে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাসিব সরকারের নেতৃত্বে সালথা বাজারে বাবুল ট্রেডার্সকে ৫হাজার টাকা জরিমানা করা হয়।
Leave a Reply