স্টাফ রিপোর্টার :
বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে আওয়ামীলীগ করার আহবান জানিয়েছেন ফরিদপুর জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। ফরিদপুরের সদর উপজেলার তাম্বুলখানা বাজারে কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যালয়ের উদ্বোধনকালে জেলা নেতৃবৃন্দ এ আহ্বান জানান। রোববার বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন। এসময় সাধারণ সম্পাদক শাহ্ মোহাম্মদ ইশতিয়াক আরিফ, জাতীয় শ্রমিক লীগ, ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক গোলাম মো. নাছির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক বলেন, সময়ে সময়ে নেতৃত্বে থাকা ব্যক্তির পরিবর্তন হতে পারে কিন্তু আওয়ামীলীগ এমনি একটি সংগঠন যা তার আপন নিয়মেই এগিয়ে যায়। নির্ভয়ে আওয়ামীলীগ করবেন জেলা আওয়ামীলীগ আপনাদের পাশে থাকবে।
ভিডিও : https://fb.watch/eCrnWhxwRi/
ফরিদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ্ মোহাম্মদ ইশতিয়াক আরিফ তৃণমুল পর্যায়ে দলকে শক্তিশালী করতে সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সক্রিয় থাকার আাহ্বান জানান। তিনি বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আওয়ামীলীগ করার আহ্বান জানান।
জাতীয় শ্রমিক লীগ, ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক গোলাম মো. নাছির বলেন, আওয়ামীলীগের যে কোনো নেতা কর্মীর প্রয়োজনে জেলা আওয়ামীলীগ সবসময় পাশে থাকবে। আগামী সংসদ নির্বাচনে নেতা কর্মীদের সক্রিয় ভুমিকা রাখার আহ্বান জানান তিনি।
এসময় অন্যান্যের মধ্যে সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক ঝর্ণা হাসান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ফরিদপুর জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ও জাতীয় শ্রমিক লীগ, ফরিদপুর জেলা শাখার সদস্য সচীব ইমান আলী মোল্লা, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মাহমুদা বেগম, কোতয়ালী শ্রমিকলীগের আহ্বায়ক শেখ সেলিম মোল্লাসহ সহ আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার ইফতেখার মো. ইকু। #
Leave a Reply