সবুজ দাস : “বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মে টেকসঁই বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে ও সামাজিক বন বিভাগের উদ্যোগে এক সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে ১৮ ই জুলাই সোমবার বিকেলে শহরের রাজেন্দ্র কলেজ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ফরিদপুর বিভাগীয় বন কর্মকর্তা মোঃ গোলাম কুদ্দুস ভুইয়ার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর এর অতিরিক্ত জেলা প্রশাসক দীপক কুমার রায়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক হযরত আলী, জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার প্রমুখ।
সভায় বক্তারা দেশে বৃক্ষ রোপনের গুরুত্ব তুলে ধরে প্রত্যেকটা পরিবারে কমপক্ষে ৩ টা গাছ লাগানোর আহ্বান জানান। বক্তারা বলেন একটি গাছ একটি সম্পদ তাই গাছের পরিচর্যা করতে হবে। এদিকে মেলায় আগত দর্শনার্থীদের মধ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।
এ বছর মেলায় মোট ৩০ টি স্টল অংশগ্রহণ করছে। উদ্বোধনীয় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরিদপুর জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি আক্কাস হোসেন। এ সময় বন বিভাগের সকল দপ্তরের কর্মকর্তা সহ বৃক্ষপ্রেমীরা উপস্থিত ছিলেন। এর আগে একটা একটা রেলি শহর প্রদক্ষিণ করে।
Leave a Reply