সবুজ দাস : নানা আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে “বিশ^ পরিবেশ দিবস ২০২২” এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুন মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গনে এই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক এ, এইচ, এম, রাসেদ।
এ সময় রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মিতা রানী দাস, রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রদ্যুত কুমার দাস, সহকারী শিক্ষক অলিউল আজম সহ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। বিশ^ পরিবেশ দিবস ২০২২ উপলক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে উক্ত প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এর পর স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।
Leave a Reply