স্টাফ রিপোর্টার: জয় বাংলা বাংলার জয় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সারা দিয়ে সেদিন বাঙালির মুক্তির সংগ্রামে অংশ নিয়ে মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা ফরিদপুর আলফাডাঙ্গা উপজেলার পবন বেগ গ্রামের যুদ্ধকালীন ডেপুটি সাব সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাফেজ উদ্দিন কাদেরী গুরুত্বর অসুস্থ্য। তিনি বর্তমানে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে অর্থপেডিক বিভাগে চিকিৎসাধীন রয়েছেন (এসি কেবিন নং-১০) বুকে ব্যথা অনুভব হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি অবগত হয়ে আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান ও থানা নির্বাহী কর্মকর্তা দ্রæত হাসপাতালে নেন। জেলা প্রশাসক অতুল সরকার তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন। তার সুস্থ্যতা কামনায় তার স্ত্রী মেহেরুন্নেছা মায়া সকলের কাছে দোয়া কামনা করেছেন। এ ছাড়া তার সহযোদ্ধা ও সতীর্থ শুভনধ্যায়ী ফরিদপুর জেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি শিল্পপতি শামীম হকের দৃষ্টি আকর্ষন করেছেন তার উন্নত চিকিৎসার লক্ষে।
Leave a Reply