মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : দীর্ঘ প্রতীক্ষার পর শনিবার উদ্বোধন হয়েছে স্বপ্নের পদ্মা সেতু। ভোর থেকেই জড়ো হচ্ছেন দক্ষিণাঞ্চলের ২১ জেলাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজারো মানুষ। সেতুর উদ্বোধন উপলক্ষে ভাঙ্গা বিশ^রোড গোলচত্বর থেকে হাজারো মানুষ বাস,মাইক্রোবাস সহ বিভিন্ন পরিবহন নিয়ে সেতুর উদ্বোধন স্থল প্রধানমন্ত্রীর জনসভাস্থলে ছুটে যান। অনেকে দীর্ঘ্য পত পাড়ি ড়িয়েও জনসভাস্থলে যান। এদিকে পুলিয়া বাজার থেকে প্রায় ২০/২৫টি লঞ্চ যোগে নৌপথে বিপুল সংখ্যক লোক পদ্মাপাড়ে জনসভাস্থলে ছুটে যান। সকাল থেকেই সব শ্রেনীর মানুষের পদচারনা ছিল পথে পথে। যে যেভাবে পারছে জনসভাস্থলে পৌছেছে কালের স্বাক্ষী হিসেবে উপস্থিত থাকতে।
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন লঞ্চযোগে যাওয়া যাত্রীদের অবস্থা স্বচক্ষে দেখতে চমক দেখিয়ে লুঙ্গি পরেই হাজির হন। তাকে দেখে উপস্থিত সমর্থকরা উৎফুল্লিøত হয়ে উঠে। এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার সব প্রস্তুতি এর আগে স¤পন্ন করা হয়। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে মাওয়া পয়েন্টে উদ্বোধনী ফলক উন্মোচনের মাধ্যমে পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। সেতু উদ্বোধন উপলক্ষ্যে দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়িতে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ প্রদান করেন।
দুপুরে সমাবেশ শুরু হবার আগে ভোর থেকেই জড়ো হন দক্ষিণাঞ্চলের ২১ জেলাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা উৎসুক জনতা। স্মরনকালের লাখো মানুষের উপস্থিতিতে সরব হযে ওঠে পদ্মার এপার-ওপার। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে কয়েকদিন আগে থেকেই এপাড়ে বিরাজ করছিল সাজ সাজ রব। ভাঙ্গা বিশ^রোড গোলচত্বর,বগাইল সহ সড়কের নানা প্রান্তে সাজে বর্ণিল সাজে। সড়কের নিরাপত্তা বিধানে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ নেয় নানামুখি পদক্ষেপ। ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হামিদ উদ্দিন জানান, সড়কে নিরাপত্তা বিধান ও শৃংখলা বিধানে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়।
Leave a Reply