এস এম রুবেল, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারী পৌরসভায় ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে পৌরসভা কার্যালয়ে এ বাজেট ঘোষণা করেন মেয়র সেলিম রেজা লিপন মিয়া। এ সময় তিনি ২০২২-২৩ অর্থ বছরের ১শ ১২ কোটি ৮৩ লাখ ৬৮ হাজার ৩৪ টাকার বাজেট তুলে ধরেন।
বাজেট ঘোষণার সময় মেয়র সেলিম রেজা লিপন মিয়া বলেন, পৌরবাসির সকল দিক বিবেচনা করে এবারের বাজেট ঘোষণা করা হয়েছে। এ বাজেট বাস্তবায়ন হলে বোয়ারমারী পৌরসভা একটি মডেল পৌরসভায় উন্নীত হবে। তিনি এ সময় আরও বলেন, আধুনিক পৌর শহরের স্বপ্ন বাস্তবায়নে পৌরবাসীর সার্বিক সহযোগীতা কামনার পাশাপাশি নিয়মিত পৌরকর পরিশোধের আহবান জানান।
বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌরসভার সচিব মো. ইকরাম উল্লাহ চৌধুরী, প্যানেল মেয়র মো. মোমিন খান, কাউন্সিলার আব্দুল মান্নান মোল্যা, মিনহাজুর রহমান লিপন মিয়া শেখ আজিজুল হক, আব্দুস সামাদ খান, বিপ্লব মিয়াসহ পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন প্রকার ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply