স্টাফ রিপোর্টার : ২০২২-২৩ অর্থবছরের ঘোষিত বাজেটে সাংস্কৃতিক কর্মীদের জন্য বরাদ্দ বৃদ্ধির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ফরিদপুরের সম্মিলিত সাংস্কৃতিক জোট। শনিবার বেলা সাড়ে ১১ টার সময় ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে ঘণ্টাব্যাপী জেলার সাংস্কৃতিক কর্মীরা এই কর্মসূচি পালন করে। সংস্কৃতিকর্মীদের দাবি সরকারের বাজেট বরাদ্দ অপ্রতুল হয়েছে সংস্কৃতি অঙ্গনের জন্য। তারা দাবি তোলেন বাজেটের কমপক্ষে ১ শতাংশ দেশের সংস্কৃতি অঙ্গনের জন্য বন্ধ রাখতে হবে। এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ, সিরাজ ই কবির খোকন, আসমা আক্তার মুক্তা প্রমূখ।
Leave a Reply